অংশগ্রহনমুলক গনতন্ত্র চর্চার আহ্বান
Comments are closedজঙ্গিবাদ ধ্বংস করে অংশগ্রহনমুলক গনতন্ত্র চর্চার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে জাতীয় প্রে্সক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এসময় তিনি আরো বলেন, দেশ থেকে দারিদ্র, বৈষম্য, অনাচার দুর করতে মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রানীত হয়ে সমাজ গঠন করতে হবে। দেশকে আরো বেশি উন্নয়নশীল করতে সমাজতন্ত্রের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন ইনু।