অগ্নিঝরা মার্চের আজ চতুর্থ দিন
Comments are closedএকাত্তরের অগ্নিঝরা মার্চের আজ চতুর্থ দিন। তখন পাকিস্তানের সর্বত্র বেসামরিক শাসন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। বিক্ষুব্ধ বাঙ্গালির আন্দোলনের মুখে পশ্চিমা সামরিক জান্তা এদিন ঢাকা থেকে কারফিউ তুলে নিতে বাধ্য হয়। কিন্তু, বহাল রাখা হয় খুলনা ও রংপুরে। ৩রা ও ৪ঠা মার্চ দু-দিনে চট্টগ্রামে সামরিক জান্তার গুলিতে মারা যান প্রায় ১শ বিশজন। তারপরও থামে নি অদম্য বাঙালি।