অগ্নি-২ কে ছাড়িয়ে যাবে ‘রক্ত’: আব্দুল আজিজ
Comments are closedঈদুল আজহা উপক্ষে মুক্তি পেতে যাচ্ছে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’। যেখানে এই ছবির মাধ্যমে জাজের ব্যানারে প্রথমবারের মতো লেডি অ্যাকশন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরী মনি। তার বিপরীতে আছেন নবাগত নায়ক রিক্ত রোশন। যে কারনে ছবিটির ঈদে মুক্তি নিয়ে জাজ ও পরী ভক্তদের ছিল আলাদা আগ্রহ। কিন্তু কিছুদিন আগে জাজ থেকে ঘোষনা দেয়া হয়ে ঈদে মুক্তি পাচ্ছে না রক্ত। তবে সব প্রতিকূলতাকে ছাপিয়ে এবারে ঈদেই মুক্তি দেয়া হচ্ছে সিনেমাটি। নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই ঘোষণা করল জাজ মাল্টিমিডিয়া।
এ প্রসঙ্গে, জাজের কর্ণধার আব্দুল আজিজ রেডিও ধ্বনিকে বলেন- ‘জাজ’ তার প্রতিটি সিনেমাতে নতুন কিছু যোগ করে। চলচ্চিত্রটির গল্প যেমন নতুন, আছে ঝুঁকিপূর্ণ স্ট্যান্টসহ নতুন অনেক অ্যাকশন দৃশ্য, যা দুই বাংলার দর্শকপ্রিয়তা পাবে। দর্শকদের নতুনধাচের সিনেমা উপহার দেয়ার লক্ষে কিছু বাড়তি সময় নিয়ে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করা হচ্ছে। এখন চলছে উচ্চমানের গ্রাফিক্স, কালার কারেকশন ও সাউন্ডের কাজ। পাশাপাশি চেন্নাইতেও করা হচ্ছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কিছু কাজ। সব শেষ হলে চলতি মাসের ২৮ তারিখ সেন্সরে জমা দেওয়া হবে রক্ত।
এদিকে শুরতে ছবির বাজেট ছয় কোটি টাকা থাকলেও সব মিলিয়ে সিনেমাটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৭ কোটি টাকা। তাই বিগ বাজেটের রক্ত সিনেমাটি নিয়ে বেশ আশাবাদি আব্দুযল আজিজ । জানালেন সিনেমা হিসেবে রক্ত ছবিটি অগ্নি ও অগ্নি-২ এর ব্যবসা সফলতার রেকর্ড ছাড়িয়ে যাবে ।
জাজ ও এসকে মুভিজের ব্যানারে লেডি অ্যাকশন নির্ভর রক্ত সিনেমাটির টিজার ও ডানা কাটা পরী শিরোনামের গানটি এরই মধ্যে পেয়েছে বেশ দর্শকপ্রিয়তা।