অনুপ্রবেশ ঠেকাতে ইইউ’র সহযোগিতা চায় যুক্তরাজ্য-ফ্রান্স
Comments are closedফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ দুটির অভিযোগ, অভিবাসীরা বন্দর দিয়ে ঢুকে ইতালি, গ্রীসসহ ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব তেরেসা মে এবং তার ফরাসি সহযোগী বার্নার্ড কেজেনিউভি অভিবাসির এই বিষয়টিকে বৈশ্বিক সংকট বলে অভিহিত করছেন। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে দেশ দুটি ঐক্যমতে পৌঁছেছেন। এরই মধ্যে বন্দরে ৬শ এর বেশি দাঙ্গা পুলিশ নিয়োগ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ।