অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত
Comments are closedঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। আর এ দলের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। ঘোষিত ১৫ সদস্যের দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে ঈশান কিষাণকে। তার ডেপুটি হিসেবে থাকবেন রিশাব পান্ত। এছাড়া দলে থাকবেন ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান, রিকি ভূঁই, আরমান জাফর, আভিষ খান, আমানদিপ খারে, আনমোলপ্রিত সিং, মায়াঙ্ক দাগার, জিসান আনসারী, মহীপাল লমরোর, সুভাম মাভি, খলীল আহমদ ও রাহুল বাথাম।