অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ
Comments are closedখালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপড়তা বাড়ানো হয়েছে। যার অংশ হিসেবে, রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চলছে। কাল ভোর চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অস্ত্র, বিস্ফোরক বহন ও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান বলেছেন, যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে পুলিশের। অস্বীকার করেন, হয়রানিমূলক গ্রেফতারের অভিযোগ।