অবশেষে জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল
Comments are closedবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশেষে জামিনে মুক্তি পেলেন। সন্ধ্যায় মির্জা ফখরুলের জামিন আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীর কাছে পৌঁছায়। এরপর তা পাঠানো হয় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই প্রিজন সেলে ভর্তি ছিলেন তিনি। প্রিজন সেল থেকে বের হয়ে পরে তিনি যান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে ফখরুলের মা চিকিৎসাধীন রয়েছেন। মাকে দেখার পাশাপাশি সেখানে চিকিৎসকের পরামর্শও নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গেল ৬ই জানুয়ারি ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় ৭টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।