অবসান হলো মিশরের উড়োজাহাজ ছিনতাই
Comments are closedঅবসান হলো মিশরের উড়োজাহাজ ছিনতাই নাটকের। নাটকই বলা চলে। কারণ, সেইফ এলদিন মুস্তফা নামে যে ছিনতাইকারীকে আটক করা হয়েছে, তিনি জানান, সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতেই ইজিপ্ট এয়ারবাসটি ছিনতাই করেন তিনি। কোন মুক্তিপণ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল না তার। এরই মধ্যে, উড়োজাহাজটির বেশিরভাগ ক্রু ও যাত্রীকে মুক্তিও দেওয়া হয়েছে। এর আগে, সকালে প্রায় ৮১ জন আরোহী নিয়ে আলেকজান্দ্রিয়া হয়ে কায়রো যাওয়ার সময় ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে তা অবতরণ করা হয়।