অভিজিৎ-এর সাত হত্যাকারী শনাক্ত: ডিএমপি
Comments are closedনিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম অভিজিৎ রায়কে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে সাতজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। শিগগিরি তাদের আটক করা হবে এবং অন্য কেউ জড়িত থাকলে সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের এই মুখপাত্র। ২৬ শে ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার সময় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এসময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।