অভিবাসন প্রত্যাশিদের স্রোত এবার ক্রোয়েশিয়ার দিকে
Comments are closedসীমান্ত খুলে দেয়ার পর এবার অভিবাসন প্রত্যাশিদের স্রোত ক্রোয়েশিয়ার দিকে। গত ২৪ ঘণ্টাতেই প্রায় ছয় হাজার শরণার্থী ক্রোয়েশিয়ায় ঢুকেছে। তবে ক্রোয়েশিয়ার সরকার বলছে, যেভাবে হাজার হাজার শরণার্থীর ঢল নেমেছে, তাদের ভার নেয়ার মতো সামর্থ্য তাদের সরকারের নেই। এদিকে, শরণার্থী সংকটের ইউরোপভিত্তিক সমাধান না হওয়া পর্যন্ত সীমান্তের সব পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া। এর আগে সীমান্ত বন্ধ করে সার্বিয়া ও হাঙ্গেরি।