অভিবাসিদের জন্য খুলে দেয়া হল হাঙ্গেরি সীমান্ত
Comments are closedহাঙ্গেরির সীমান্ত খুলে দেয়ার পর কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীরা অস্ট্রিয়া যাওয়া শুরু করেছে। এরিই মধ্যে কয়েকশ অভিবাসী অস্ট্রিয়ায় পৌঁছেছে। আর তাদের সীমান্তে পৌছে দিতে প্রায় ১৩শ বাসের ব্যবস্থা করেছে হাঙ্গেরি সরকার। এছাড়া, চলমান সংকট মোকাবেলায় কয়েক হাজার অভিবাসী নেয়ারও সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।