অভিবাসি সহায়তায় লেসবস দ্বীপে জাহাজের ব্যবস্থা
Comments are closedপ্রায় ২৫ হাজার অভিবাসন প্রত্যাশীকে সহায়তা করতে লেসবস দ্বীপে অতিরিক্ত কর্মী এবং জাহাজের ব্যবস্থা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও গ্রীক সরকার। সেখানে একটি পরিত্যাক্ত ফুটবল মাঠে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেখান থেকে অভিবাসন প্রত্যাশীদের এথেন্স যেতে সহায়তা কর হবে।