অভিবাসীদের জন্য নেয়া জরুরি পদক্ষেপ শিথিল করছে অস্ট্রিয়া
Comments are closedঅভিবাসীদের জন্য নেয়া জরুরি পদক্ষেপ শিথিল করার কথা ভাবছে অস্ট্রিয়া। দেশটির চ্যান্সেলর ওয়ার্নার ফেইম্যান জানিয়েছেন, অভিবাসীদের আশ্রয় দিতে যেসব বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছিলো সেগুলো কমানো হবে। আর, এসব পদক্ষেপ ধাপে ধাপে পুনর্বহাল করা হবে বলেও জানান তিনি। এর ফলে, অভিবাসীদের জন্য সীমান্তে যেসব কড়াকড়ি ছিল সেসব পুনরায় কার্যকর হবে। এদিকে, অভিবাসীদের নিয়ে মত-ভিন্নতার সংকট সামলাতে ই.ইউ.ভুক্ত দেশগুলোকে একটি যৌথ পরিকল্পনা গ্রহনের আহবান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান আন্তোনিও গুয়েটার্স।