অভিবাসী সমস্যায় মোকাবেলায় বৈঠকে বসবেন ভিক্টর ওরবান
Comments are closedঅভিবাসী সমস্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। বুধবার বুদাপেস্টের আন্তর্জাতিক রেলস্টেশনের বাইরে দ্বিতীয় দিনের মতো অভিবাসন প্রত্যাশিদের বিক্ষোভে অচলাবস্থা তৈরি হলে এ সিদ্ধান্ত নেন তিনি। জামার্নি ও অস্ট্রিয়ায় যাওয়ার জন্য স্টেশনটিতে এখন শত-শত অভিবাসী অপেক্ষা করছেন। তবে দেশটির পুলিশ জানায়, বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটকে দেয়া হয়েছে। এদিকে, অভিবাসিদের বোঝা ভাগ করে নিতে ইউ ভুক্ত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও ইতালি।