অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি
Comments are closedপৌর নির্বাচনে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ৩১টি অভিযোগ শনাক্ত করে মাত্র একটি অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। বাকিগুলো ‘সত্যতা ও যথার্থতা’ যাচাইয়ের জন্য রিটার্নিং কর্মকর্তার ওপর ছেড়ে দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, বিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে নজরে এলে তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার এখতিয়ার ইসির রয়েছে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কাছে ছেড়ে দেয়া অনেকটা ‘দায়’ এড়ানোর মতো- অভিযোগ করছেন প্রার্থীরা।