অর্থনৈতিক উন্নয়নের মনোভাব নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রীর
Comments are closedদেশপ্রেম ও জনগনের সেবা, আইনি শাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের মনোভাব নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের ৬০ তম বুনিয়াদী প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কারো উপর নির্ভরশীল না হয়ে নিজেদের সম্পদ নিয়েই দেশ এগিয়ে যাবে।একই সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে গৃহীত প্রকল্পগুলোয় কাজের গতি বাড়ানো, মান উন্নয়ন এবং কাজের জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে ।