অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত
Comments are closedবিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের কাছে হার মানল পাঁচবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে অজিদের ৬ উইকেটে হারিয়ে জয়োল্লাসে মাতে ভারত। ব্যাট হাতে কোহলির ৫১ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে ১৬১ রানের লক্ষ্যটা পাঁচ বল বাকি থাকতেই টপকে যায় টিম ইন্ডিয়া। আগামী ৩১ মার্চ দ্বিতীয় সেমিতে গ্রুপ ‘ওয়ান’ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকরা।