অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা
Comments are closedঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের বিসিবি একাদশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এদিকে তিনদিনের ম্যাচের জন্য ডাক পেয়েছেন নাঈম ইসলাম। এছাড়া ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান,আল আমিন হোসেন ও শফিউল ইসলাম রয়েছেন বিসিবি একাদশে। আগামী ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনদিনের ম্যাচটি। এরপর বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। প্রথম টেস্ট ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।