অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়
Comments are closedঅস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। আর পরাজয় মেনে নিয়ে ম্যালকম টার্নবুলকে স্বাগত জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির প্রধান বিল শর্টেন। মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে শর্টেন বলেন, নির্বাচনের ফলাফলে এটা পরিষ্কার যে ম্যালকম টার্নবুল ফের সরকার গঠন করছেন। এ সময় তিনি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথাও উল্লেখ করেন। তবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ১৫০ আসনের মধ্যে কে কতো আসন পেয়েছেন তা জানা যায়নি। এদিকে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি টার্নবুলের জন্য ইতিবাচক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২ জুলাই অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।