অস্ট্রেলিয়া ক্রিকেটারদের রাজ্য দলে ফিরে যাওয়ার নিদের্শ
Comments are closedশেষ পর্যন্ত বাংলাদেশে নাও আসতে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজকের মধ্যে এ বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে । এরিই মধ্যে খেলোয়াড়দের রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্ট খেলোয়াড়দের ঘরোয়া টুর্নামেন্ট ‘মেটাডোর কাপ’ খেলার জন্য রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একারণে আগামী নভেম্বরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি ম্যাচ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।