অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দুঃখজনক: খন্দকার মাহবুব
Comments are closedকোন তথ্য প্রমাণ ছাড়া আইনজীবীদের জঙ্গি অর্থায়ন নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, আইনজীবীরা জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনে নয়, বরং আইনের শাসনে বিশ্বাস করে। তবে তদন্তে জঙ্গি অর্থায়ন বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন আইনজীবীদের এই নেতা। গতরাতে বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র্যাব।