অ্যাথলেটিকস থেকে সাময়িকভাবে বহিষ্কার রাশিয়া
Comments are closedঅধিক হারে মাদক কেলেঙ্কারিতে জড়ানোর ফলে রাশিয়ার অ্যাথলেটিকস ফেডারেশনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন। রাশিয়ার অ্যাথলেটরা নিষিদ্ধ ডোপিংয়ের সঙ্গে যুক্ত থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি সকল ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে ক্রীড়া জগতে ডোপিং অপরাধ বিষয়ক সংস্থা বিশ্ব মাদকবিরোধী সংস্থা ওয়াডা।রাশিয়ার পাঁচজন অ্যাথলেট এবং পাঁচজন কোচকে আজীবন নিষিদ্ধ করারও সুপারিশ করেছে সংস্থাটি। ফলে আগামী বছর ব্রাজিলের রিউ ডি জেনিরোতে অনুষ্ঠিত হতে যাওয়া সামার অলিম্পিক গেমসে রাশিয়ার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।