আইএসের ওপর প্রথমবারের মতো হামলা চালালো ব্রিটেন
Comments are closedসিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে প্রথমবারের বিমান হামলা শুরু করেছে ব্রিটেন। বৃহস্পতিবার আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দিয়ে ব্রিটেনের সংসদে প্রস্তাব পাশের পর পরই এ হামলা শুরু হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আরও জানান, এরিই মধ্যে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিমানঘাঁটি থেকে ৪ টি র্যাফ টর্নেডো জেট বিমান সিরিয়ায় হামলা শেষে আবার ঘাটিতে ফিরে এসেছে। এর আগে ব্রিটিশ সামরিক বাহিনীকে সিরিয়াতে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দিয়ে একটি প্রস্তাব পাশ করেছে ব্রিটেনের সংসদ সদস্যরা। দশ ঘণ্টারও বেশি বিতর্কের পর ৩৯৭ জন এমপি ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২২৩ জন।