আইএসের বিরুদ্ধে লড়াই থেকে সরে আসার ঘোষণা অস্ট্রেলিয়ার
Comments are closedহঠাৎ করেই আইএস’র বিরুদ্ধে লড়াই থেকে সরে আসার ঘোষণা দিল অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান, মধ্যপ্রাচ্যে আইএস ক্রমেই দুর্বল হয়ে পড়ায় তার দেশ সেখানে নতুন করে আর কোন সৈন্য পাঠাবে না। তবে এর আগে আইএস’র বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষনা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। আইএস’র বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় চলমান মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে অস্ট্রেলিয়াও বিমান হামলা চালিয়ে আসছে।