আইএসের ভয়ে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ
Comments are closedইরাকে আইএসের দখলে থাকা এলাকা থেকে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। ইরাকি বাহিনী ও মিত্র জোট মসুলে হামলার পরিকল্পনা করছে-এমন খবরের পর কুর্দি অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে আশ্রয়ের খোঁজে ছুটছেন কয়েক হাজার মানুষ। ইরাকের এক সেনা কর্মকর্তা বলেন,দিনে দিনে আইএসের ধ্বংসযজ্ঞ বাড়তে থাকায় জঙ্গীদের প্রতিরোধ করতে চায় তারা। সোমবার রাতে নারী ও শিশুসহ প্রায় ৩ শ’ মানুষ দেশটির মখমুর শহরে প্রবেশ করেছে বলে তুলে ধরে আন্তর্জাতিক গনমাধ্যম।