আইএস-কে সহায়তাকারী নার্সকে ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া
Comments are closedজঙ্গিগোষ্ঠী আইএস-কে সাহায্যকারী হিসেবে চিহ্নিত সিরিয়ায় যাওয়া অস্ট্রেলিয়ার এক নার্সকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অ্যাডাম বুকমান নামে ওই নার্স জানান, সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সিরিয়ায় গেলেও তাকে জঙ্গিদের সহায়তা করতে বাধ্য করা হয়। এদিকে অস্ট্রেলিয়ান বিচার মন্ত্রী মাইকেল কিনান জানান, অ্যাডাম বুকমানের সম্পৃক্তার বিষয়টি তদন্ত করে দেখা হবে।