আইএস দমনে ইরাক নেতৃত্বাধীন চার জাতিয় জোট
Comments are closedসিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদকে কুটনৈতিক প্রচেষ্টার আহবান জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে এ আহবান জানান তিনি। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে, আইএস দমনে এবার একজোট হয়েছে ইরাক, সিরিয়া, ইরান ও রাশিয়া। ইরাকি সরকারের মুখপাত্রের বরাত দিয়ে চার জাতির এ সামরিক জোটের কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।