আগামীকাল ঢাকায় শুরু হবে বিপিএলের তৃতীয় ও শেষ পর্ব
Comments are closedআগামীকাল ঢাকার হোম অফ ক্রিকেটে শুরু হবে টুর্নামেন্টের তৃতীয় ও শেষ পর্ব। এদিকে, দ্বিতীয় পর্ব শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর, দ্বিতীয় স্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস । এছাড়া, ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সাকিবের রংপুর রাইডার্স । ছয় পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটসের অবস্থান চার । আর চার পয়েন্ট নিয়ে তামিমের চিটাগাং ভাইকিংসের অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষে জায়গা পেয়েছে মুশফিকের সিলেট সুপার স্টারস।