আগামীকাল মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ, ট্রফি উন্মোচন
Comments are closedআগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৩তম আসরের মূল পর্বের লড়াই। প্রথমবারের মত এবারের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হবে।সরাসরি দেখাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।এরই মধ্যে বাছাই পর্বে ওমান,হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে আরব আমিরাত।এদিকে,আগামী ২৭ ফেব্রুয়ারি মিরপুর হোম অব ক্রিকেটে দুই চিরপ্রতিদন্ধী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতকে হারাতে হলে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগে ভাল করতে হবে জানালেন,বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুপুরে রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।এ সময় তিনি আর ও বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে সেরাটা খেলতে পারলে ভাল প্রস্তুতি হবে।
এর আগে, সংবাদ সম্মেলনে ভারতের সহ অধিনায়ক ভিরাট কোহলি বলেন, মুস্তাফিজ তরুন হিসেবে বেশ ভাল বোলিং করছেন। তবে তাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরা খেলাটা উপহার দেয়া।