আগামীকাল সিংহাসন ছাড়ার ঘোষণা দেবে জাপানের সম্রাট
Comments are closed
বার্ধক্যজনিত কারণ দেখিয়ে আগামীকাল সিংহাসন ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো। একই সঙ্গে, ওই দিন ৮২ বছর বয়সী সম্রাট তার বড় ছেলে নারিহিতোকে ওই পদের জন্য মনোনিত করবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো সম্রাট মারা গেলে তার রক্তসম্পর্কের কেউ সম্রাট পদে অধিষ্ঠিত হয়।