আগামী বছর মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন
Comments are closedআগামী বছর মার্চ মাসের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আর তা শেষ করা হবে জুন মাসের আগেই। তবে ভোটগ্রহণ শুরুর কোন নির্দিষ্ট তারিখ ও কয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সাংবিধানিক এই সংস্থাটি। এদিকে, হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা নতুন বছরের ৩১ জানুয়ারি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে ইসি। সে হিসেবে, চলতি বছর ডিসেম্বরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ না পেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারবেন নতুন ভোটাররা।