আঙ্কারায় বোমা হামলায় আইএস জড়িত: তুর্কি সরকার
Comments are closedআঙ্কারায় বামপন্থি গ্রুপের শান্তি মিছিলে বোমা হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ওই ঘটনায় ইসলামিক এস্টেট- আইএসই জড়িত বলে মনে করছে তুর্কি সরকার। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। দাভুতোগলু মনে করেন,আসন্ন নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করতেই এই হামলা করা হয়েছে। শনিবার দেশটির রাজধানীর একটি রেল স্টেশনে ওই হামলায় অন্তত ৯৭ জন নিহত হয়। যদিও রেলিতে অংশগ্রহণকারী দলগুলোর দাবি মৃতের সংখ্যা অন্তত ১২৮ জন।