আচরণবিধি লঙ্ঘন রোধে নিয়োগ দেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেট
Comments are closedআসন্ন ২৩৫ পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন রোধে ১২ শতাধিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিচ্ছে নির্বাচন কমিশন। ১৪ ডিসেম্বর থেকে প্রতি পৌরসভায় ৪১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বাকিরা নির্বাচনের আগের ২ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর দিন দায়িত্ব পালন করবেন। দুই-একদিনের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং জনপ্রশাসন মন্ত্রণায়লয়ে চিঠি পাঠানো হবে। তাদেরকে ৯৬৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য অনুরোধ জানাবে ইসি। একই সঙ্গে ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার সম্পন্ন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ ও মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সকালেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।