আজও ঢাকায় ফিরছে রাজধানীবাসী
Comments are closedঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকায় ফিরছে রাজধানীবাসী। তাই সকাল থেকেই বাস, ট্রেন আর লঞ্চ টার্মিনালগুলোতে রয়েছে মানুষের ভীড়। তবে, এবার ঈদে ছুটি বেশি থাকায়, ফেরার পথে পড়তে হচ্ছে না, তেমন একটা ভোগান্তিতে। যাত্রীরা জানান, টিকিট পাওয়া নিয়ে জটিলতা কিংবা মহাসড়কে ভোগান্তি এড়াতে কিছুটা সময় হাতে নিয়েই ফিরছেন তারা। এদিকে, নদীভাঙনের কারণে দৌলতদিয়ায় বন্ধ রয়েছে দুটি ফেরিঘাট। ফলে , সেখানেও বেড়েছে ঢাকা মুখো মানুষের ভোগান্তি।