আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল
Comments are closed২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল সাড়ে পাচটায়, সরাসরি দেখাবে চ্যানেল নাইন। এর আগে, পার্থে অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরে যায় মামুনুলবাহিনী। এদিকে, অস্ট্রেলিয়া দলকে নিরাপত্তা দিতে ফিফার রিগ্যুলেশান অনুযায়ী ম্যাচের সময় স্টেডিয়ামের আশপাশে ৪ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান খান। তিনি আরো জানান, শুধুমাত্র মোবাইল ফোন ছাড়া অন্য কোন কিছু সাথে নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না।