আজ আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া
Comments are closedনাইকো দুর্নীতি মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আমিরুল ইসলামের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী। ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে, ২০০৮ সালের অভিযোগপত্র অনুযায়ী এতে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।