আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
Comments are closedঈদে ঘরমুখো মানুষদের জন্য শতভাগ সেবা নিশ্চিত করা হবে বলে জানালেন রেলমন্ত্রী মুজিবুল হক । সকালে কমলাপুর রেলষ্টেশন টিকেট বিক্রি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, ট্রেনে আগামীতে আরো নতুন কোচের সংখ্যা বাড়ানো হবে। সকাল থেকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ ২০ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করা হচ্ছে। আগাম টিকিট বিক্রি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরে বিক্রি হবে ২০ থেকে ২৪ তারিখের টিকিট।