আজ থেকে শুরু যাচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা
Comments are closedকড়া নিরাপত্তার মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। ইজতেমায় দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন। জোর ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে টঙ্গী এলাকায় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা প্রদান করছেন।