আজ পাওয়া যাচ্ছে ২৪ সেপ্টেম্বরের অগ্রীম টিকেট
Comments are closedঈদে ঘরমুখো মানুষদের জন্য আজ ২৪ সেপ্টেম্বরের টিকেট অগ্রীম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৯টা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। নির্বিঘ্ন যাতায়াতের জন্য বাংলাদেশ রেলওয়ে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। চলমান ট্রেনগুলোর সঙ্গে অতিরিক্ত বগি হিসেবে সংযোজন করা হবে ১৩৮টি যাত্রিবাহী কোচ। এ ছাড়া টিকিট কালোবাজারি রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারি।