আজ শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম
Comments are closedযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম-ইউএস ওপেন টেনিস। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ৯টায় স্পেনের রাফায়াল নাদালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়ান বরনা কোরিচ। খেলাটি সরাসরি দেখাবে টেন স্পোর্টস। আর মেয়েদের নাম্বর ওয়ান সেরেনা উইলিয়ামস নামবেন রাশিয়ার ভিতালিয়া দিয়াতচেঙ্কোর বিপক্ষে। এই খেলাটি সরাসরি দেখাবে টেন এইচডি। এদিকে, পায়ের ইনজুরির কারণে ইউএস ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন রাশান স্বর্ণকেশী মারিয়া শারাপোভা।