আটক ইউজিসি’র সহকারী পরিচালকের মৃত্যু, সঠিক তদন্তের দাবি বিএনপির
Comments are closedর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হাতে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি’র সহকারী পরিচালক ওমর সিরাজ মারা গেছেন। গতকাল সন্ধ্যায় আটক ওমর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, দুইদিনের রিমান্ডে গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করার সময়, হঠাৎ অসুস্থ বোধ করেন। এসময় মোহাম্মদপুর হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে, এটি পরিকল্পিত হত্যাকান্ড দাবি করছেন পরিবারের সদস্যরা। এদিকে, র্যাব হেজফাজতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদনন্তের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যলয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।