‘আটক জামায়াত নেতারা পোশাক শিল্পে নাশকতার পরিকল্পনাকারী’
Comments are closedরাজধানীর মিরপুর থেকে গ্রেফতার হওয়া জামায়াত নেতারা কোরবানী ঈদের আগে পোশাক কারখানায় নাশকতার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে তাদের কাছে থেকে এ তথ্য বেরিয়ে আসে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের দশ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা। সোমবার দুপুরে মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে জামায়াতের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান,মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।