আটক জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
Comments are closedরাজধানীর বাড্ডা থেকে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার পরিচালিত স্কুল থেকে গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। গতকাল রাতেই সন্ত্রাসমূলক অপরাধ দমন আইনে বাদি হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলার তদন্তভার দেয়া হয়েছে এসআই নূর মোহাম্মদকে।