আন্তঃনদী সংযোগ প্রকল্প বাতিলের দাবি
Comments are closedভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাতিল ও আঞ্চলিক পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছে দু’টি পরিবেশবাদি সংগঠন। সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানায় বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন-বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক-বেন। অনুষ্ঠানে বাপা’র সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন বলেন, আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে দু’দেশের পরিবেশ বিপন্ন হবে। সুপেয় পানি থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। প্রকল্প বাতিল করে, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনের ভিত্তিতে আঞ্চলিক পানি সম্পদ ব্যবহার নিশ্চিতের দাবিও জানান বক্তারা।