আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন ব্রাজিল
Comments are closedআন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিলেট স্টেডিয়ামে রীতিমতো গোল উৎসব করেছে দেশটি । নেইমারের জোড়া গোলে কার্লোস দুঙ্গার শিষ্যরা জয় পেয়েছে ৪-১ গোলে। অপর দুটি গোল করেন হাল্ক ও রাফিনহা। ম্যাচের ইনজুরি টাইমে একটি গোল পরিশোধ করেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল উইলিয়ামস।এর মধ্য দিয়ে আমেরিকায় দুটি প্রীতি ম্যাচেই জয় পেল সেলেকাওরা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মেক্সিকো। ৮৫ মিনিটে আর্জেন্টিনার হয়ে সার্জিও আগুয়েরো ব্যবধান কমান আর ৮৯ মিনিটে লিওনেল মেসির গোলে ম্যাচে সমতা ফেরে টাটা মার্টিনোর শিষ্যরা। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুদল।