আবারও গোল ফিফটি পুরস্কার জিতেছেন লিওনেল মেসি
Comments are closedটানা চতুর্থবারের মত ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট গোল ডট কমের গোল ফিফটি পুরস্কার জিতেছেন বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসি।গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সার সেরা ফরোয়ার্ড মেসির পারফর্ম বিবেচনা করে এ পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়।এদিকে,২০০৮ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল এ ওয়েবসাইটটি।২৮ বছর বয়সী মেসি এর আগে ২০০৯, ২০১১ আর ২০১৩ সালেও গোল ফিফটি পুরস্কার জিতেছিলেন।