আবারও রিমান্ডে তিন আইনজীবী
Comments are closedজঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন আইনজীবীকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজ আহমেদ ওই তিন আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে ২ দিন এবং অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে ১৮ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।