আবারো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
Comments are closedমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূল থেকে সকালে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করা হয়। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, ভূমি থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক মিসাইলটি ৫’শ মাইল পাড়ি দিয়ে সমুদ্রে আছড়ে পড়ে। এর আগে, গতকাল নিউক্লিয়ার পরীক্ষা এবং স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন বারাক ওবামা।