আবারো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের
Comments are closedআবারো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী। গতকাল রাত ১০টা ৪০ মিনিটে কারা কর্মকর্তারা তাদের রায় পড়ে শোনান। এরপরই তারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। রায় পড়ে শোনানোর পর দু’জনের কাছেই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে উভয় দণ্ডপ্রাপ্তই আইনজীবীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু তাদের জানানো হয়, এ পর্যায়ে কেউই আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন না। তখন দু’জনই নিজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান।