আরও ১০ মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
Comments are closedসাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে করা ১০ মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে, হাইকোর্টের পক্ষ থেকে তাকে ৬ মাসের অন্তবর্তীকালীণ জামিন দেয়া হয়েছে। এসব মামলায় লতিফ সিদ্দিকীকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। মামলার বাদী ও সরকারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ নিয়ে লতিফ সিদ্দিকী ১৭ টি মামলায় জামিন পেলেন। তবে আরও পাঁচ মামলায় তিনি গ্রেফতার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা।